১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫২
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫২

মমতা শপথ নেবেন বৃহস্পতিবার

বৃহস্পতিবার বিধানসভায় এমএলএ হিসেবে শপথ নিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে শপথ নেবেন সমশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের জয়ী দুই প্রার্থীও। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ছোট আকারেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে। 

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকার বিমান ব্যানার্জি শপথ গ্রহণের বিষয়ে পশ্চিমবঙ্গের পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে আলোচনা করেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় চেয়েছিলেন রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি করা হোক। শপথ অনুষ্ঠানে তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার পরিষদীয় দপ্তর থেকে মন্ত্রী পার্থ চ্যাটার্জি চিঠি লিখে জানিয়েছেন, ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ হিসেবে বিধানসভায় শপথ নেবেন এবং সেই অনুষ্ঠানে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। 

এর আগে রোববার রেকর্ড গড়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মমতা। মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে ওই আসনে জয়ের বিকল্প ছিল না তার। পিটিআই।

Facebook
Twitter
LinkedIn