২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩০

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের নান্দাইলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন অটোরিকশার আরো ৫ যাত্রী। এ ঘটনায় উত্তেজিত জনতা শালবন পরিবহনের ওই ঘাতক বাসটিতে  আগুন দিয়ে পুড়িয়ে দেয়।  আজ বৃহস্পতিবার (১২ই অক্টোবর) দুপুরে নান্দাইল উপজেলার চর বেতাগৈর এলাকায় ত্রিশাল-নান্দাইল সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ত্রিশাল-নান্দাইল সড়কের চর বেতাগৈর এলাকায় অটোরিকশার সাথে শালবন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক নারী নিহত এবং আরো ছয় যাত্রী গুরুতর আহত হয়। এসময় এলাকার উত্তেজিত জনতা শালবন পরিবহনের ওই বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আহতদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

Facebook
Twitter
LinkedIn