২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১১:৩২

মরদেহ টুকরো করে লাগেজে ভরে বাইরে নেয়া হয়’

চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। 

কলকাতার নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয়। 

আবাসনের বি-ইউ ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটে রক্তের দাগ ও একাধিক পায়ের চিহ্ন দেখে পুলিশের অনুমান, ১৩ মে রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরে লাগেজে করে মরদেহের টুকরো বের করে নেয় দুষ্কৃতকারীরা। এ কাজ করতে সময় লাগে তিন দিন। তারা পরিকল্পিতভাবে প্রতিদিনই লাগেজ নিয়ে একজন করে বের হয়েছে। 

এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। 

এর আগে বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকার একটি বিলাসবহুল আবাসনের ফ্ল্যাট থেকে এমপি আনারের মরদেহ উদ্ধার করা হয়।

চিকিৎসা করাতে গত ১২ই মে বাংলাদেশ থেকে কলকাতায় যান আনোয়ারুল আজিম। প্রথমে তিনি উত্তরের কলকাতার বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ছিলেন। এরপর ১৩ই মে সেখান থেকে চিকিৎসার জন্য বের হন। কিন্তু এরপর থেকেই আনোয়ারুল আজিম আনারের কোন হদিস পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন গোপাল বিশ্বাস গত ১৮ই মে কলকাতার বরাহনগর থানায় একটি জিডি করেন। তিনি উল্লেখ করেন আনোয়ারুল আজিমের সাথে তার ২৫ বছরের পারিবারিক সম্পর্ক। ১৩ই মে তার বাড়ি থেকে বের হওয়ার পর আনোয়ারুল আজিমের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। 

কলকাতার পুলিশ জানিয়েছে, আনোয়ারুল আজিমের মোবাইলের শেষ লোকেশন মিলেছিল বিহারে। গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয়েছিলে যে, তিনি নয়াদিল্লি গিয়েছেন। গত ১৩ই মে তিনি নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে উঠেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করেছে কলকাতার পুলিশ।

Facebook
Twitter
LinkedIn