২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১২

মহামারিতেও মৌসুমীর ব্যস্ত সময়

প্রিয়দর্শিনীখ্যাত চিত্রনায়িকা মৌসুমী সমসাময়িক অনেকের চেয়েই আলাদা। তার সমবয়সী অনেক শিল্পীই যেখানে করোনাকালে কর্মহীন, সেখানে মৌসুমী ব্যতিক্রম। মিডিয়ায় বেশ ব্যস্ততা নিয়ে সময় পার করছেন। ছবিসহ নানা ধরনের কাজেই তাকে ব্যস্ত দেখা যাচ্ছে।

সৈয়দ আপন আহসানের নির্দেশনায় একটি তথ্যচিত্র, তোহা মোরশেদের পরিচালনায় একটি তেলের বিজ্ঞাপন, জাহিদ হোসেনের সিনেমা ‘সোনার চর’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ এবং মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙন’ সিনেমার কাজ করছেন।

আরও কয়েকটি কাজের প্রস্তাব তার হাতে রয়েছে। ঠিক এ অবস্থায় কিছুদিনের জন্য তিনি আমেরিকায় ঘুরতে গিয়েছেন।

সেখানে যাওয়ার আগে কাজ প্রসঙ্গে তিনি বলেন, আমার সৌভাগ্য যে দর্শক থেকে শুরু করে নির্মাতাসহ অনেকেই আমাকে এখনো ভালোবাসেন। তা না হলে এই কঠিন মহামারির সময়েও আমি কাজে ব্যস্ত আছি। এটিকে তাই সৌভাগ্যই বলব। তবে যেসব কাজে চুক্তিবদ্ধ হচ্ছি তার সবগুলোই মানসম্মত কাজ। করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকায় কাজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আশা করছি এ পরিস্থিতি যেন অব্যাহত থাকে।

এদিকে এই চিত্রনায়িকা ব্যক্তিগত কাজে এখন আমেরিকায় আছেন। শিগগিরই দেশে ফিরে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn