২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:১০

মাইলফলক ছুঁলেন রিয়াদ

আগের ম্যাচেই সুযোগ ছিল রেকর্ড গড়ার । কিন্তু মাত্র ১০ রান করতেই আউট হওয়ায় মাইলফলক থেকে দূরে থাকতে হয় বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ককে। আজ দ্বিতীয় ম্যাচে আর হতাশ হতে হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে রশিদ খানকে সুইপ করে চার মেরে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০০০ টি-টোয়েন্টি রানের মাইলফলক ছুঁলেন রিয়াদ। 

মাইলফলক ছুঁতে দরকার ছিল মাত্র ১৯ রান। ২১ রান করে আউটের আগে তাই ২০০০ রানের মাইলফলক টপকে গেছেন। ১১৫ ম্যাচ খেলে ২০০২ রান নিয়ে সবার উপরে অবস্থান করছেন মাহমুদউল্লাহ । আগে থেকেই অবশ্য রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে ছিলেন রিয়াদ। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন টাইগারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি  উইকেট নেওয়া সাকিব আল হাসান। ৯৬ ম্যাচে সাকিবের রান ১৯০৮। 

মাত্র পাঁচজন টাইগার ক্রিকেটারের আছে এক হাজারের উপরে রান। দেশসেরা ব্যাটার তামিম ইকবাল আছেন ১০৭১ রান নিয়ে তিনে। আর ১৪৯৫ ও ১১৩৬ রান নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে মুশফিকুর রহিম এবং সৌম্য সরকার।

Facebook
Twitter
LinkedIn