২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৩৯
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৩৯

মাঝরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাত্রা করবে টাইগাররা

মঙ্গলবার মাঝরাতে  জিম্বাবুয়ে সফরে যাচ্ছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল। সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে তিনটি ওয়ানডে ম্যাচে লড়বে বাংলাদেশ। হারারেতে ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট হবে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি। 

সোমবার রাত ১টা ৪০ মিনিটে হারারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন টি-টোয়েন্টি দলের তিন ক্রিকেটার মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ। সঙ্গী হয়েছেন টিম ম্যানেজার নাফিজ ইকবাল ও ফিজিও মুজাদ্দেদ সানি। আজ একই সময়ে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে যাত্রা করবে দলের বাকি ১২ ক্রিকেটার। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই কোনো সিনিয়র ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকতেই সাকিব আল হাসান ছুটি নিয়েছেন। বিশ্রাম দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে মুশফিকুর রহিমকে। চোট থেকে সেরে ওঠেননি ইয়াসির আলি চৌধুরী। নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুউদ্দিনও। 

সিনিয়রদের অনুপস্থিতিতে তরুণদের সামনে সুযোগনিজেদের প্রমান করার। বিসিবিও সেটাই চায়। হারারেতে ৫, ৭ ও ১০ আগস্ট হবে ওয়ানডে তিনটি। ওয়ানডে দলের বাকি সদস্যরা ২৯ জুলাই মধ্যরাতে দেশ ত্যাগ করবে। 

Facebook
Twitter
LinkedIn