Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:২১

মাঠে নেমেই ৫ উইকেট নিলেন মাশরাফি

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমেই ভেলকি দেখালেন মাশরাফি বিন মর্তুজা। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। সাবেক এই টাইগার অধিনায়কের আগুনঝরানো বোলিংয়ে রীতিমতো ধসে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং অর্ডার। 

বিকেএসপির তিন নম্বর মাঠে চতুর্থ রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ। আগের তিন ম্যাচ না খেললেও মাশরাফি বৃহস্পতিবার চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। 

প্রথম ম্যাচেই করলেন বাজিমাত। গত ৩০ জানুয়ারি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ডানহাতি পেসার। প্রায় দুই মাস পর মাঠে নেমে বল করলেন স্লো মিডিয়াম পেসে। গতি খুব বেশি না থাকলেও বেশ সুইং ছিল বলে। তাতেই গাজী গ্রুপ ক্রিকেটারর্সের ব্যাটাররা যেন খেই হারালেন। টানা ৮ ওভার বোলিং করে মাশরাফি তুলে নেন ৫ উইকেট

মাশরাফির লিস্ট এ ক্রিকেট ক্যারিয়ারে এটি অষ্টম ৫ উইকেট শিকার। তার বোলিং নৈপুণ্যে ১৩৬ রানেই গুটিয়ে গেছে গাজী গ্রুপ। জয়ের জন্য মাশরাফির দলের প্রয়োজন ১৩৭ রান

Facebook
Twitter
LinkedIn