২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:০৪

মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালকসহ নিহত ২

মাদারীপুরে পণ্যবাহী মাহিন্দ্র গাড়ি উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুই পথচারী। সোমবার (২৯শে এপ্রিল) সকাল সাড়ে ৭টা’র দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মাহিন্দ্র চালক এনামুল হোসেন (২৫) ও চালকের সহযোগি আরিফ শিকদার (১৭)। এনামুল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে এবং আরিফ মাদারীপুর সদররের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে পখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে সহযোগি আরিফকে সাথে নিয়ে কাজের উদ্দেশে মাহিন্দ্রটি বের হয়ে সড়কে আসে চালক এনামুল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রটি উল্টে যায়। এতে চালক এনামুল ও তার সহযোগি আরিফের ঘটনাস্থলেই মারা যান। এ সময় সড়কের পাশে থাকা দুই পথচারীও আহত হয়। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, মাহিন্দ্র উল্টে চালকসহ দুইজন মারা গেছেন।

Facebook
Twitter
LinkedIn