২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:২৫

মানুষটা একটা সময় আপনাকে বলতো,”

যে মানুষটা একটা সময় আপনাকে বলতো,”সে কেবল সময়,যত্ন আর ভালোবাসাতেই সন্তুষ্ট;” সেই মানুষটাই একটা সময় আপনাকে সময় দিতে পারে না|আপনার জন্য তার সময় হয়ে ওঠেনা আর|

আপনি একটা মানুষের প্রতি যখনই গভীর হবেন,মানুষটাতে আসক্ত হবেন;সেই মানুষটা তত বেশি উদাসীন হবে আপনার প্রতি|

যারা বলে তারা কেবল কারো সময় চায়,যত্ন চায়,ভালোবাসা চায়;একটা সময় পর তারা এসব পেয়ে গেলে সেই মানুষটাকে অবজ্ঞা করতে দ্বিতীয়বার ভাবে না|

নিজের মূল্যবান সময় যার পিছনে ব্যয় করবেন,সেই একটা সময় আপনাকে সময় দিতে পারবে না। কিন্তু ততদিনে সময় দিতে দিতে সেই মানুষটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে|আর এই অভ্যাস আপনি চাইলেও সহজে দূর করতে পারবেন না।

জানেন তো?
কোনো মানুষের সাথেই কথা বলার অভ্যাস করতে নেই। প্রয়োজনে নিজের অবসর সময়টা নিজের জন্য ব্যয় করুন,কাজের সময় নিজের কাজে মনোযোগ দিন।তবুও নিজের কাজ বাদ দিয়ে কারো পিছনে নিজের মূল্যবান সময় ব্যয় করে তার অবসরের বিনোদন হওয়ার কোনো প্রয়োজন নেই।

এমন মানুষ গুলোই একটা সময় আপনি গভীর হওয়ার পর,কেবল তার অবসর সময়ে আপনার সাথে কথা বলবে|নিজের সুযোগ বুঝে আপনাকে সময় দিবে!অথচ সম্পর্কের শুরুতে সেই আপনার থেকে বেশি মরিয়া হয়ে থাকতো কথা বলতে।

আর যখনই আপনি অবহেলা সহ্য করতে না পেরে এই বিষয় নিয়ে অভিযোগ করতে যাবেন,তখন হাজারটা অজুহাত কিংবা যুক্তি দেখিয়ে দিবে।

যারা অবসর সময়ের বিনোদন ভেবে আপনার সাথে সম্পর্কে জড়ায়,সে সম্পর্কে আপনি যখন গভীর হয়ে যাবেন,অপর পাশের মানুষটা মুক্তির জন্য অবহেলা বাড়িয়ে দিবে!আর আপনি অবহেলা সহ্য করতে না পেরে একটা সময় নিজেই তার থেকে সরে আসবেন।অতঃপর সম্পর্ক নষ্ট হওয়ায় তাদের আর কোনো দোষ থাকলো না!ব্যপারটা ঠিক এমন;”সাপও মরলো,লাঠিও ভাঙ্গলো না|

আর আপনি?
তার থেকে মুক্তি নিয়ে সারাজীবন তার অভ্যাস ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করে যাবেন,তবুও নিজের মনটাকে বোঝাতে পারবেন না|শান্ত করতে পারবেন না۔۔۔

Facebook
Twitter
LinkedIn