Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১:১১

মাফিয়া’য় যুক্ত হলেন ইমন-মাহি-আঁচল

অনেক আগে থেকেই ‘মাফিয়া’ সিরিজের কাজ চলছিল। এতে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ। সম্প্রতি সিরিজটিতে যুক্ত হয়েছেন নায়ক মামনুন হাসান ইমন, নায়িকা মাহিয়া মাহি ও আঁচল।

আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘মাফিয়া’। সিরিজটি নির্মাণ করছেন ঢালিউডের সফল নির্মাতা শাহীন সুমন। সিরিজের গল্প শাহীন সুমনের। চিত্রনাট্য সাজিয়েছেন দেলোয়ার হোসেন দিল। মানিকগঞ্জ ফিল্ম ভ্যালিতে এর শুটিং চলছে। শাপলা মিডিয়ার ব্যানারে সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। নির্মাণের পর সিরিজটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এবং অ্যাপে।

মাফিয়া’য় যুক্ত হয়ে ইমন ইত্তেফাক অনলাইনকে জানান, ‘এখানে আমি নব্বই দশকের এক তরুণের চরিত্রে অভিনয় করছি। সিরিজটার গল্প দারুণ। নির্মাতা থেকে শুরু করে সহশিল্পী সবাই গুণী মানুষ। এছাড়া প্রথমবারের মতো মাহিয়া মাহির সঙ্গে পুরোদমে কাজ করছি এখানে। সঙ্গে অভিনেত্রী আঁচলও রয়েছে। সব মিলে দারুণ অভিজ্ঞতা। আশা করছি সিরিজটি দর্শকদের ভালো লাগবে।’

Facebook
Twitter
LinkedIn