২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:০২
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:০২

মারা গেছেন সংগীত শিল্পী সারদা

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার সারদা রাজন আয়েঙ্গার মারা গেছেন। বুধবার তিনি মারা যান বলে নিশ্চিত করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এ গায়িকা।

ষাট ও সত্তর দশকের হিন্দি প্লেব্যাক লতা মঙ্গেশকর ও আশা ভোসলের পাশাপাশি যে কয়েকজন শিল্পী দাপটের সঙ্গে নিজেদের অবস্থান ধরে রেখেছিলেন, সারদা ছিলেন তাঁদের অন্যতম।

১৯৩৭ সালে জন্ম সারদার। তামিল পরিবারে জন্ম নেয়া সারদার বলিউডে অভিষেক হয় পরিচালক রাজ কাপুরের মাধ্যমে। এ পরিচালকই তাকে সংগীত পরিচালক জুটি শঙ্কর-জয়কিশনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

সারদা ‘সূরজ’ সিনেমার ‘তিতলি উড়ি’ গানের জন্য রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে। এই সিনেমার মাধ্যমেই প্লেব্যাকে অভিষেক হয় তার। আর পেছনে ফিরে তাকাতে হয়নি সারদাকে। এরপর গেয়ে গেছেন দর্শকের মন জয় করা একাধিক গান।

Facebook
Twitter
LinkedIn