২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৩
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৩

মারেল্ড অয়েলের বাণিজ্যিক উৎপাদন শুরু সেপ্টেম্বরে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে।

কোম্পানিটি আগামী ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির দিনে ৩৩০ মেট্রিক টন রাইস ব্রান ইনপুট ক্যাপাসিটি রয়েছে। আর দিনে ৪৮ মেট্রিক টন রাইস ব্রান অয়েল আউটপুট ক্যাপাসিটি রয়েছে। এছাড়া ২৮২ মেট্রিক টন ডিওআরবি ক্ষমতা রয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

এর আগে ২০১৬ সালে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির দায়ে কোম্পানিটির পরিচালকদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তথ্য অনুযায়ী, অনিয়মের মাধ্যমে এমারেল্ড অয়েল বেসিক ব্যাংকের দিলকুশা শাখা থেকে ৭৪ কোটি টাকার ঋণ সুবিধা নেয়, যা বর্তমানে সুদে-আসলে প্রায় ১২৫ কোটি টাকায় উন্নীত হয়। ওই ঋণ পরিশোধ না করায় কোম্পানিটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক পরিচালক মিলিয়ে মোট ৯ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় কোম্পানির প্রধান উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হাসিবুল গনি গালিব কিছুদিন জেলও খেটেছেন। পরে জামিন নিয়ে গনিসহ মোট তিন উদ্যোক্তা পরিচালক বিদেশে পালিয়ে যান। এরপর থেকেই চরম সংকটে পড়ে কোম্পানিটি। ২০১৬ সালের পর কোনো নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি কোম্পানিটি।

গত ১ মার্চ ২০২১ এমারল্ড অয়েলের দর ছিল ১১ টাকা, ১২ জুলাই ২০২১ সর্বশেষ দর ছিল ৩৪ টাকা ৪০ পয়সা। গত সাড়ে চার মাসে এর দর বৃদ্ধি পেয়েছে প্রায় ২২১.৮১ শতাংশ। বর্তমানে এর পিই রেশিও ২৮৬.৬৭ । গত চার বছর ধরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দিতে পারেনি শেয়ারহোল্ডারদের।

গত ৩০ মে ২০২১ উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৮.২৬ শতাংশ, ইন্সটিটিউটদের কাছে ১২.৪১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৯.৩৩ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook
Twitter
LinkedIn