২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৩৮
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৩৮

মালদ্বীপকে পেয়ে খুশি জামাল

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ ড্রয়ে বাংলাদেশ মালদ্বীপকে পেয়েছে। দুটি প্রতিযোগিতাতেই মালদ্বীপকে গ্রুপে পেয়ে খানিকটা খুশিই হয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। 

বিশ্বকাপের বাছাইয়ের ড্র বাংলাদেশের জন্য ভালোই হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় দলের এই অধিনায়ক, ‘প্লে অফে অন্য প্রতিপক্ষগুলো বেশি শক্তিশালী ছিল। মালদ্বীপের বিপক্ষে খেলা পড়ায় আমি মনে করি ভালো হয়েছে।’

মালদ্বীপকে পেয়ে উচ্ছ্বসিত হওয়ার কারণও ব্যাখা করেছেন জামাল, ‘মালদ্বীপকে আমরা সাফ চ্যাম্পিয়নশিপে হারিয়েছি। যে কারণে মানসিকভাবে আমরা আত্মবিশ্বাসী থাকব।’

তবে সাফের মালদ্বীপের সঙ্গে অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের মালদ্বীপ যে ভিন্ন হবে সেটাও মানছেন জামাল, ‘অক্টোবরের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। আমরা সেজন্য প্রস্তুত থাকব, তবে সামগ্রিকভাবে ড্র নিয়ে আমি সন্তুষ্ট।’

এএফসি আজ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে এক ও দুই রাউন্ডের ড্র সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মালদ্বীপকে প্লে অফে হারাতে পারালে ‘আই’ গ্রুপে পড়বে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও লেবানন। এই তিন প্রতিপক্ষ একে অন্যের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর থেকে ২০২৪ সালের জুনের মধ্যে।

Facebook
Twitter
LinkedIn