২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৩৬

মালদ্বীপের লিগে খেলতে গেলেন সাবিনা

বাংলাদেশের সাফ জয়ের রেশ কাটেনি এখনও। এখনও সবার মুখে মুখে মেয়েদের এই কীর্তি। বর্তমানে দল ছুটিতে থাকলেও বিশ্রাম নেই অধিনায়ক সাবিনা খাতুনের। মালদ্বীপের লিগে খেলতে আজ সকালে ঢাকা ছেড়েছেন তিনি। তার সঙ্গী হয়েছেন আরেক ফুটবলার সুমাইয়া। 

সাবিনা খাতুন মালদ্বীপের লিগে খেলছেন কয়েক বার। এবারের যাত্রাটা একটু ভিন্ন। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে যাচ্ছেন। মালদ্বীপে নারী ফুটসাল লিগে খেলবেন সাবিনা। এই টুর্নামেন্টটি প্রায় এক মাসের। সাবিনা মালদ্বীপের আর্মি দলে খেলবেন।

সাবিনা ২০১৫ সালে প্রথম খেলেছিলেন মালদ্বীপ ডিফেন্স ফোর্স ক্লাবে। এরপর ২০১৬ সালে দু’বার খেলেছিলেন মালদ্বীপ আর্মির হয়ে লিগ ও ফুটসালে। গোলও করেছেন অনেক। এবার হয়তো আগের কীর্তিগুলোকেও ছাড়িয়ে যাবেন- এমন প্রত্যাশা সবার।

সাবিনারা সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিলেন ২১ সেপ্টেম্বর। এর পর এক সপ্তাহ নানা সংবর্ধনা গ্রহণ করেছেন। ২৮ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের নারী ফুটবলাররা ছুটিতে আছেন। মারিয়ারা বাড়িতে গেলেও সাবিনা দেশের বাইরে লিগ খেলতে গিয়েছেন। 

খেলোয়াড়েরা ছুটি পেলেও বিশ্রাম নেই কোচ ছোটন-লিটুদের। তারা অ-১৫ দলকে অনুশীলন করিয়ে যাচ্ছেন সাফের আসর সামনে রেখে। 

Facebook
Twitter
LinkedIn