রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা আগুন ছড়িয়ে পড়েছে। ভেতরে তৈরি হয়েছে প্রচণ্ড ধোঁয়া। বাড়ছে আগুনের লেলিহান শিখা। এরমধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা।
আজ (শনিবার) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস মোট ২৮টি ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী।
নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও আগুন মার্কেটের একপাশে ছিল। তবে প্রায় দুই ঘণ্টা জ্বলতে থাকা আগুন তৃতীয় তোলার গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় তলায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
তাদের সাথে যোগ দিয়েছে মার্কেটের ব্যবসায়ীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে করছে। একইসাথে তারা দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করছেন। ব্যবসায়ীরা বলছেন, জীবনের ঝুঁকি নিয়েই তারা মালামাল বের করে আনছেন। তবে বেশিরভাগ মালামাল দোকানে রয়ে গেছে। যতটুকু সম্ভব তারা বের করে আনার চেষ্টা করছেন।