২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৪১
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৪১

মাশরাফিকে ছাড়াই বাংলাদেশ দল ঘোষণা,

য়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার ঘোষিত দলে জায়গা হয়নি মাশরাফি বিন মুর্তজার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো খেলায় ক্যারিবিয়ানদের বিপক্ষে জাতীয় দলে মাশরাফির ফেরার গুঞ্জন শুরু হয়। দলে নতুন মুখ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ও পেসার শরিফুল ইসলাম। বিসিবি প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল আর ব্যাট হাতে নজর কেড়েছেন ইমন। আর তাতেই জাতীয় দলের নির্বাচকদের নজর কেড়েছেন দুই তরুণ ক্রিকেটার।
উইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ওয়ানডে খেলবে টাইগাররা। আগামী ২০শে জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।

ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, তাসকিন আহমেদ, নাইম শেখ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মো: সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন।

টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান এবং এবাদত হোসেন।

Facebook
Twitter
LinkedIn