২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৩৭
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৩৭

মাস্ক ছাড়া থাকলে মার্কেট বন্ধ’

দোকানপাট ও শপিং মলগুলোয় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা না হলে মার্কেট বা শপিং মল বন্ধ করে দেওয়া হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন। তিনি বলেন, ‘মাস্ক না পরলে কঠোর অ্যাকশনে যাচ্ছি। আজ থেকেই পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট মার্কেট তদারক করবেন। সেখানে মাস্ক ছাড়া বেশি ঘুরলে প্রয়োজনে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।’বিজ্ঞাপন

এ ছাড়া ঈদের ছুটি আগের মতো তিন দিনই থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। অন্যদিকে, চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

তবে ৬ মে থেকে জেলার মধ্যে গণপরিবহন চলতে পারবে। কিন্তু এক জেলা থেকে আরেক জেলায়, অর্থাৎ দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধই থাকবে।

Facebook
Twitter
LinkedIn