২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৫৯
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৫৯

মাহফুজের পা ছুঁয়ে সালাম করলেন বুবলি

জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির সঙ্গে ‘প্রহেলিকা’ সিনেমায় আসছেন অভিনেতা মাহফুজ আহমেদ। শনিবার ঢাকা ক্লাবে সিনেমাটির ‘মেঘের নৌকা’ গান মুক্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সঙ্গে ছিলেন বুবলি ও মাহফুজ। এ সিনেমায় প্রথম গানটি গেয়েছেন ইমরান ও কোনাল । গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল।

গান অবমুক্ত অনুষ্ঠানে মাহফুজ আহমেদ যখন বক্তব্য দিচ্ছিলেন, সেই সময় এই অভিনেতার পা ছুঁয়ে সালাম করেন নায়িকা শবনম বুবলি।

মাহফুজ আহমেদ বলেন, অভিনয়ে আমরা যত সিনিয়রই হই না কেন, শুটিংয়ের আগের দিন বার্ষিক পরীক্ষার আগের রাতের অনুভূতি ফিরে আসে। ৪ বছর পর “প্রহেলিকা” সিনেমার শুটিং করেছি। প্রতিটা শুটিংয়ে নতুন করে নিজেকে খুঁজে পাই। নতুনদের বোঝার চেষ্টা করি, তাদের কাজের ধরন জানতে পারি। শুটিংয়ে বুবলিকে খুবই সময় সচেতন শিল্পী হিসেবে পেয়েছি। তার মধ্যে কোনো জড়তা পাইনি।

পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, রহমত উল্লাহ এবং সাবিহা জামানসহ অনেকে।

Facebook
Twitter
LinkedIn