২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১০:৫৯

মা হচ্ছেন পরীমণি, বাবা চিত্রনায়ক রাজ

ছবির আলোচিত নায়িকা পরীমণি বছরের শুরুতে হঠাৎ সুখবর দিলেন।

পরীমণি জানালেন, মা হচ্ছেন তিনি। বাবা চিত্রনায়ক শরিফুল রাজ। কিছু দিন আগে তারা বিয়েও করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। মূলত তার ছবি ‘গুনিন’-এ কাজ করতে গিয়েই এই তারকারা প্রেমে পড়েন ও বিয়ে করেন।

পরীমণি জানান, গিয়াসউদ্দিন সেলিমের ছবির সেটে তাদের এই সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘তিন দিন আগে পরী-রাজ এসে আমাকে ঘটনাটা জানায়। শিগগিরই তারা বাবা-মা হচ্ছেন।’

আজ (১০ জানুয়ারি) দুপুরে একটি ছবিটি শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী’।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প ‘গুনিন’ অবলম্বনে এই ছবিটি নির্মাণ হচ্ছে। এতে আরও অভিনয় করছেন ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালাম পাভেলসহ অনেকে।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9

জানা যায়, একটি ওটিটি প্ল্যাটফর্মের প্রযোজনায় ছবিটি তৈরি হচ্ছে। যা প্রথমে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে, পরে অ্যাপে।

Facebook
Twitter
LinkedIn