Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১১:২৯

মা হলেন বিপাশা বসু

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। শনিবার এ সুখবর দিয়েছেন অভিনেত্রী নিজেই। 

অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ৬ বছরের মাথায় মা হলেন বিপাশা। এর আগে মা হয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাট। তাদের পর এবার সুখবর দিলেন বিপাশা-করণ জুটি।  

এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকাশ করেছিলেন বিপাশা। ইনস্টাগ্রামে বিপাশার প্রকাশ করা ছবিতে দেখা গেছে, অনাগত সন্তানকে পরম যত্নে দুই হাত দিয়ে আগলে রেখেছেন তিনি। ঢিলেঢালা সাদা শার্টে তার চেহারায় মাতৃত্বের আভা। বিপাশার সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন স্বামী করণ সিং গ্রোভার। কখনো তিনি স্ত্রীর বেবি বাম্প ছুঁয়ে রয়েছেন, কখনো আবার চুমু এঁকে দিচ্ছেন সেখানে।

ছবি দিয়ে বিপাশা লিখেছিলেন- ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়। এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তারপর একে অপরকে খুঁজে পাই। তখন দুজন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দুজনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে। তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’

Facebook
Twitter
LinkedIn