Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:০৪

মা হারালেন বেবী নাজনীন

মা হারালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। বুধবার (১৭ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মা আবিদা মনসুর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পীর ভাই এনাম সরকার।

জানান, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন তাঁর মা। ‍মৃত্যুকালে তিনি তিন মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

এদিকে, গত মঙ্গলবার পেশাগত কারণে যুক্তরাষ্ট্র থেকে জাপান গেছেন বেবী নাজনীন। সেখানই মায়ের মৃত্যুর সংবাদটি ‍শুনতে পান তিনি। দ্রুতই তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে। মায়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত এই কণ্ঠশিল্পী।

Facebook
Twitter
LinkedIn