Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১:২৭

মিতু হত্যা: জামিন পাননি সাবেক পুলিশ সুপার বাবুল

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিন পাননি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। তার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের ভার্চুয়াল আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

বাবুল আক্তারের জামিন আবেদন ভার্চুয়াল আদালতে শুনানি হয়েছে। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছেন বলে জানিয়েছেন বাবুল আক্তারের আইনজীবী মুহাম্মদ আজমুল হুদা।

পরবর্তীতে বাবুল আক্তারের জামিনের জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে।

Facebook
Twitter
LinkedIn