২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:০৩

মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা

 মিরপুরের শেওড়াপাড়ায় সড়কে অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। সকাল সোয়া আটটার দিকে বকেয়া বেতনের দাবিতে সঢ়ক অবরোধ করে জে কে ফ্যাশনের কর্মীরা। 

শ্রমিকদের অভিযোগ,  তিন-চার মাসের বকেয়া বেতন না দিয়েই গার্মেন্টস বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। কোন উপায় না পেয়ে সড়কে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা থেকে সরবেন না বলেও হুঁশিয়ারি দেন। 

শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে যায় আগারগাঁও থেকে মিরপুর ১০ নাম্বার পর্যন্ত। ভোগান্তিতে পড়েন এই সড়কে যাতায়াতকারীরা।  

শ্রমিকরা বলছেন, কয়েক দফা বৈঠক করার পরও গত তিন মাসের বকেয়া বেতন দেয়নি মালিকপক্ষ। গতকাল হঠাৎ করেই গার্মেন্টস বন্ধ করে দেয়।

Facebook
Twitter
LinkedIn