মিয়ানমারের একটি স্কুলে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করেছে সেনাবাহিনী; এতে ওই স্কুলের ৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৭ জন। এছাড়া আটক করা হয়েছে আরও ২০ শিক্ষার্থী ও শিক্ষককে। খবর: রয়টার্স।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এ হামলা চালানো হয়। সামরিক বাহিনীর হেলিকপ্টারের এ হামলা চালানোর সময় স্কুলটিতে ক্লাস চলছিল। ওপর থেকে ঢালাও গুলিবর্ষণে ঘটনাস্থলেই নিহত হয় ৪ জন শিক্ষার্থী। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুই জন মৃত্যুবরণ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলা ও তল্লাশি অভিযানের ছবি পোস্ট করেছেন অনেকে। সেসব ছবিতে ওই স্কুলের বুলেটবিধ্বস্ত দেওয়াল ও বিভিন্ন স্থানে রক্তের ছোপ দেখা গেছে।
সন্ত্রাসীদের খুঁজতে একটি অভিযানের সময় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। সোমবার এক বিবৃতিতে মিয়ানমারের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষমতাসীন জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি (কিয়া) ও পিপলস ডেমোক্রেটিক ফোর্সের (পিডিএফ) ‘সন্ত্রাসীরা’ দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইংয়ের লেত ইয়েত কোং গ্রামের ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছে— এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। গ্রামটিকে ‘সন্ত্রাসীরা’ তাদের অস্ত্র পরিবহনের রুট হিসেবে ব্যবহার করে বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।
https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2955358375522119&output=html&h=280&slotname=7458591574&adk=3846397956&adf=649016097&pi=t.ma~as.7458591574&w=916&fwrn=4&fwrnh=100&lmt=1663650676&rafmt=1&psa=1&format=916×280&url=https%3A%2F%2Fwww.bvnews24.com%2Finternational%2Fnews%2F75595&fwr=0&fwrattr=true&rpe=1&resp_fmts=3&wgl=1&adsid=ChEI8KagmQYQlPyZq9rvqNKsARI5AE18vbtusuBfQ5X7suKuJGYej-9G02vxRlwYP8I_HDXEh2U5Mk-R1Rp_px8WynObIf6f4ok3LHPi&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTA1LjAuNTE5NS4xMjciLFtdLGZhbHNlLG51bGwsIjY0IixbWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTA1LjAuNTE5NS4xMjciXSxbIk5vdClBO0JyYW5kIiwiOC4wLjAuMCJdLFsiQ2hyb21pdW0iLCIxMDUuMC41MTk1LjEyNyJdXSxmYWxzZV0.&dt=1663650676375&bpp=1&bdt=1027&idt=1&shv=r20220915&mjsv=m202209130101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dd6730c6c777e013c-2252dcf609d60043%3AT%3D1661658560%3ART%3D1661658560%3AS%3DALNI_MZuJlHzJdhW5rMqSHuwbUrRVXASTw&gpic=UID%3D00000925be9dca9c%3AT%3D1661658560%3ART%3D1663650650%3AS%3DALNI_MYlZk_tyo1jD3_yA1csD2la-FrQ1Q&prev_fmts=0x0%2C728x90%2C300x100%2C1047x280%2C300x250%2C344x280&nras=1&correlator=1720324403962&frm=20&pv=1&ga_vid=1196565318.1661658554&ga_sid=1663650676&ga_hid=881258765&ga_fc=1&u_tz=360&u_his=12&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=35&ady=2151&biw=1349&bih=568&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759842%2C44761792%2C42531705%2C31069608%2C44772928%2C31068921&oid=2&pvsid=381931097638263&tmod=137383141&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bvnews24.com%2F&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=M%7C%7CpeEbr%7Cp&abl=XS&pfx=0&fu=1152&bc=31&jar=2022-09-20-05&ifi=6&uci=a!6&btvi=3&fsb=1&xpc=uF1TvDL7tn&p=https%3A//www.bvnews24.com&dtd=404
স্কুলে গুলিবর্ষণের পাশাপাশি ‘সন্ত্রাসীদের’ খুঁজতে লেত ইয়েত কোন গ্রামে তল্লশিও চালিয়েছে সেনাবাহিনীর একটি দল তল্লাশি চালিয়েছে বলেও রয়টার্সকে জানিয়েছেন ওই গ্রামের দুই বাসিন্দা।
সেনাবাহিনীর দাবি, অভিযানের সময় সময় কিয়া ও পিডিএফের সন্ত্রাসীরা সেনা সদস্যদের ওপর অতর্কিত হামলা করে। তখন আত্মরক্ষার্থেই সেনাবাহিনী গুলিবর্ষণ করে।
মিয়ানমারের জান্তাবিরোধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (নাগ) পাল্টা এক বিৃবতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, নিজেদের ক্ষমতা ধরে রাখতে নিরীহ বেসামরিক লোকজনের ওপর হত্যা-নিপীড়ন চালাচ্ছে জান্তা।
আটক শিক্ষক-শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছে নাগ।