২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৫৪

মীরসরাইতে যুবলীগ কর্মী খুন

চট্টগ্রামের মিরসরাইতে শহীদুল ইসলাম আকাশ নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২০ শে সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরসরাইতে চিনকিরহাটে এই ঘটনা ঘটে। 

নিহতের পরিবার জানায় সন্ধ্যায় মিরসরাইয়ের চিনকিরহাটে আকাশের ফার্নিচারের দোকানে একদল সন্ত্রাসী হামলা করে। এসময় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সন্ত্রাসী মামুনকে দায়ী করেছে নিহতের পরিবার। 

সম্প্রতি বেশ কয়েকটি মামলায় জামিনে এসে পাশ্বর্বতী গ্রামে অবস্থান নেয় মামুন। আকাশের সাথে তার দ্বন্দ্ব চলে আসছিল। স্থানীয় চেয়ারম্যান সোনামিয়ার প্রত্যক্ষ সহযোগীতায় সন্ত্রাসী মামুন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে বলে জানিয়েছে স্থানীয়রা।  

Facebook
Twitter
LinkedIn