Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫৪

মুক্তি পেল তিশার ‘বীরকন্যা প্রীতিলতা’

দেশের প্রেক্ষাগৃহে একসাথে মুক্তি পেয়েছে দুই সিনেমা। আজ (শুক্রবার) থেকে দেশের সিনেমা হলগুলোতে দেখা যাচ্ছে ছবিগুলো। এরমধ্যে একটি ছবির নাম ‘বীরকন্যা প্রীতিলতা’। ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর ‘বীরকন্যা প্রীতিলতা’ নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছি এটি।

নুসরাত ইমরোজ তিশা ও মনোজ প্রামাণিক অভিনীত ছবিটি মুক্তি পেয়েছে দেশের পাঁচটি সিনেপ্লেক্সে। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে।

অপর ছবিটির নাম ‘ভাগ্য’। নিপুণ আক্তার ও মুন্না অভিনীত ছবিটি নির্মাণ করেছেন মাহাবুবুর রশীদ। এতে আরো অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে সারাদেশের ২১ হলে।  

Facebook
Twitter
LinkedIn