২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩৬
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩৬

মুখ্য নির্বাহীর দায়িত্বে থাকছে না ইউএনও

উপজেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ইউএনওরা দায়িত্ব পালন করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ রায় দেন।

একই সাথে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালিত হবে বলেও রায় দিয়েছেন আদালত।

উপজেলা পরিষদ আইনের সেকশন ৩৩ অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এ রায়ের ফলে এখন থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ পূর্ণাঙ্গ পরিষদ উপজেলা পরিচালনা করবেন।

রিটকারি আইনজীবী মিনহাদুজ্জামান লিটন বলেছেন, ইউএনও পরিষদ পরিচালনায় যে একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করত তা আর থাকল না।

২০২১ সালের ৬ জানুয়ারি এক রিটে প্রথম রুল দিয়েছেন হাইকোর্ট। মোট তিনটি রিটের মধ্যে দুইটি রিটে এ রায় হয়।

Facebook
Twitter
LinkedIn