মুন্সিগঞ্জে এফএসকেএস এর উদ্যোগে বৃক্ষ রোপন। মু্ন্সিগঞ্জ জেলা প্রতিনিধি- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি ও ছাত্রদের মাঝে পোষাক বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের উদ্যোগে দামলা আলহাজ্ব আঃ ওয়াহাব মিয়া নূরানী ও হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু করে অনেকটা জায়গা জুড়ে ৫ শতাদিক বনজ,ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। অনুষ্ঠানে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মন্ডল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল উপস্থিত ছিলেন। মাদ্রারার শিক্ষক ও ছাত্রদের উপস্থিতে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরো মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবর সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন শিহাব, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জনি, কার্যকরি সদস্য কাজি বিপ্লব হাসান, তরিকুল ইসলাম, সালমান হাসান উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাহফুজা পারভিন তার বক্তব্যে বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপনের বিকল্প কোন কিছুই নেই। পরিবেশের ভানসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। তাই আমাদের সকলের উচিত বেশি বেশি করে ফলজ ও বনজ গাছ রোপন করা। এ সময় অন্যান্যদের মধ্যে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের ভাইস চেয়ারম্যান আদিলুর রহমান, সাধারণ সম্পাদক রিমন হোসেন, শাহাবুদ্দিন, আসাদুজ্জামান বাবু, মাদরাসার পরিচালক আলহাজ্ব মোঃ সালাম মল্লিক, দামলা কমিউনিটি ক্লিনিকের ফয়সাল আহমেদ, শিশির চৌধুরী আরিফ, নাদিম শেখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।