জেলা প্রতিনিধি- “রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই” জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করনীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলার কাজী কমপ্লেক্সের ফ্রেন্ডস কিচেনে ১৮ নভেম্বর ২০২১ খ্রি রোজ বৃহস্পতিবার বিকাল তিনঘটিকায় সুজন-সুশাসনের জন্য নাগরিক মুন্সিগঞ্জ জেলা কমিটির আয়োজনে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সুজন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম মোল্লা’ র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুজন ও হাঙ্গার প্রজেক্টের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী জিল্লুর রহমান তৌফিক, মূল প্রবন্ধ পাঠ করেন সুজন মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. জানে আলম প্রিন্স। নাগরিক সংলাপে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাড. মজিবর রহমান, মুন্সিগঞ্জ জেলা জর্জ কোর্ট এর পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহুরা জামান, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি অ্যাড. তোতা মিয়া, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী অ্যাড. গোলাম মাওলা তপন, মুন্সিগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এপিপি অ্যাড. শামসুন নাহার শিল্পী, মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম. জামাল হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল, নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব বিক্রমপুর এর সভাপতি সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মেহেদী হাসান শাহবাৎ, সুজন মুন্সিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন, এমদাদুল হক পলাশ, শাহজাহান, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম খাঁন ডালু, সহ- সাংগঠনিক সম্পাদক দেওয়ান আবুল হাশেম, যোগাযোগ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সাংবাদিক আল- আমিন, ফরহাদ হোসেন জনি, তারিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম মাষ্টার, জাকির মাষ্টার, নুরুজ্জামান সোহেলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।