২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৫৮
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৫৮

মুন্সীগঞ্জে পদ্মা থেকে কাফনের কাপড় মোড়ানো লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের পদ্মা নদী হতে কাফনের কাপড় মোড়ানো বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রাম-সংলগ্ন পদ্মা নদী হতে লাশটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন বলেন, দক্ষিণ হলদিয়া গ্রামের পাশে পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাত ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটির মুখে সাদা হালকা দাড়ি রয়েছে। শরীর হতে মাংস অনেক স্থান থেকে খসে পরেছে। লাশটি কাফনের কাপড়ে মোড়ানো ছিল। এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বেশ কিছু দিনের পুরনো এ লাশটি পদ্মা নদীর ভাঙনে বিলীন হওয়া কোনো কবর থেকে ভেসে এসেছে। যেহেতু লাশ নদী হতে উদ্ধার হয়েছে তাই লাশটি নৌ পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে। নৌ পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠাবে।

এ ব্যাপারে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, একটি কঙ্কাল উদ্ধার হয়েছে। কঙ্কালটি একটি বয়স্ক লোকের। মুখে হালকা পাকা দাড়ি রয়েছে।

তিনি বলেন, বয়স আনুমানিক ৭০ হবে। লাশটি পুরনো কাফনের কাপড়ে মোড়ানো। ধারণা করা হচ্ছে পদ্মা পারের কোনো কবর নদীতে ভেঙে লাশটি ভেসে এসছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn