Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:১২

মুম্বাইয়ে ভবন ধস, শিশুসহ নিহত ১১

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি দোতলা ভবন ধসে আট শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। বুধবার রাতে নগরীর মালাদ এলাকার বস্তিতে ভবনটি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

এছাড়া দুর্ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে খবর জানানো হয়।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনায় ধ্বংসাবশেষের নিচে এখনো অনেকেই আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাদের উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

মুম্বাইয়ের স্থানীয় নগর প্রশাসন গ্রেটার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, ধসে পড়া ভবনের পাশের ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা তিন তলা অপর একটি ভবন থাকা লোকদের সরিয়ে নেয়া হয়েছে।

তারা জানায়, বুধবার রাত ১১টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করছে এবং কাছাকাছি কান্দিভালি হাসপাতালে আহতদের স্থানান্তরে সাহায্য করছে।

এদিকে প্রবল বৃষ্টিতেই ওই ভবনটি ধসে পড়ার কারন বলে মনে করছেন স্থানীয়রা।

সূত্র : এনডিটিভি ও সংবাদ প্রতিদিন

Facebook
Twitter
LinkedIn