২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৪৯

মুম্বাই বিমানবন্দরে আটকে দেয়া হলো অভিনেত্রী জ্যাকলিনকে

প্রতারক ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সাথে সম্পর্কের জেরে বিপাকে জ্যাকলিন ফার্নান্ডেজ। বিদেশে যেতে দেয়া হলো না শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রীকে। মুম্বাই বিমানবন্দরে আটকে দেয়া হলো তাকে। জ্যাকলিনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে বলে খবর।

ইডি সূত্রে জানা গছে, চেন্নাইয়ে চারবার সাক্ষাৎ হয়েছে জ্যাকলিন ও চন্দ্রশেখরের। ছবিতে দেখা যাচ্ছে চন্দ্রশেখর জ্যাকলিনের গালে চুম্বন করছেন। আর সেই ছবি আয়নার প্রতিফলনে সেলফি হিসেবে তুলে রাখছেন। অভিযোগ, সুকেশের হাতে যে আইফোন ১২ রয়েছে, তা দিয়েই তিনি ইসরাইলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করেছিলেন।

এর আগে জ্যাকলিন দাবি করেন, সুকেশকে তিনি চেনেন না। কিন্তু ছবি অন্য কথা বলছে বলেই দাবি অনেকের। শোনা গেছে, জ্যাকলিনকে ১০ কোটি টাকার উপহার দিয়েছেন সুকেশ। তার মধ্যে রয়েছে ৫২ লাখ টাকার একটি ঘোড়া এবং ৯ লাখের একটি পার্সিয়ান বিড়ালও। জেলে থাকা অবস্থাতেই জ্যাকলিনের সাথে ফোনে সুকেশ কথা চালাতেন বলে অভিযোগ।

এমন পরিস্থিতিতেই রোববার দুবাই যাচ্ছিলেন জ্যাকলিন। সেখানে নাকি তার একটি লাইভ শোয়ে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু মুম্বাই বিমানবন্দরেই তাকে আটকে দেয়া হয়। লুকআউট নোটিসও জারি করা হয়। শোনা গেছে, জ্যাকলিনকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তকারী কর্মকর্তারা।

Facebook
Twitter
LinkedIn