২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৬

মুহুরী নদীর বাধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত

ফেনীতে মুহুরী নদীর দুটি বাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। পানি বন্দি হয়ে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। 

ফেনীর পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী জানান, রোববার সন্ধ্যা থেকেই ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীতে বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উজানের ঢলে বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকছে। বাধের দুই-তিনটি জায়গা ঝুঁকিপূর্ণ। 

সরেজমিনে দেখা গেছে, ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক ফুটের ওপর পানি। ফুলগাজী ব্রিজের উত্তর পাশে দারুল উলুম মাদরাসার ওপর দিয়ে ফেনী-পরশুরাম সড়ক থই থই করছে পানিতে।

Facebook
Twitter
LinkedIn