২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১০

মূল্যস্ফীতি কমাতে ৩০ নিত্যপণ্যের কর কমলো

গত কয়েক মাস ধরেই দেশে সার্বিক মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে ঘোরাফেরা করছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান নেমে যাচ্ছে  আর হতদরিদ্রদের উঠছে নাভিশ্বাস। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। 

তাই প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রেখে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে অন্তত: ৩০টি পণ্য ও খাদ্যশস্যের সরবরাহের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যে উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হচ্ছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্যতেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফলসহ ৩০ পণ্য। 

যদি অর্থমন্ত্রীর এই প্রস্তাব অপরিবর্তিত রেখেই আগামী অর্থবছরের বাজেট সংসদে পাস হয় এবং বাজার তদারকিতে সফলতা আসে তাহলে বাজেটে নেয়া এই পদক্ষেপের ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা হলেও কমতে পারে।

Facebook
Twitter
LinkedIn