Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১১:০৩

মূল্য সংবেদনশীল তথ্য নেই রবির

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি রবির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ৪ জানুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ ডিসেম্বর রবি ১৫ টাকায় লেনদেন শুরু করে। ৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২০ টাকা ৯০ পয়সা বা ১৩৯ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook
Twitter
LinkedIn