গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রামেক হাসপাতালে একজন নারীর করোনা উপসর্গে মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি কুষ্টিয়া জেলায়। তার পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ১৮ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৮০ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৯৮ জন।
রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হন চারজন।
অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ শতাংশ।