Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ২:৪২

মেট্রোরেলের জানালায় ঢিল, কর্তৃপক্ষের মামলা

মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা করেছে। রাজধানীতে মেট্রোরেল চালু হওয়ার পর এই প্রথম জানালায় ঢিল ছোড়ার মতো ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ওসি হাফিজুর রহমান বলেন, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় সোমবার রাতে একটি মামলা দায়ের হয়েছে। মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার এজাহারে একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে বলেও জানান ওসি।

ওসি জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে আমাদের একাধিক টিম কাজ করছে। শনাক্ত করা গেলে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Facebook
Twitter
LinkedIn