বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলতে (শুক্রবার) রাতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন গেছে বাংলাদেশ জাতীয় দল। বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ‘আই’ গ্রুপে। এখানে বাংলাদেশকে লড়তে হবে শক্তিশালী অস্ট্রেলিয়া, প্যালেস্টাইন ও লেবাননের মতো দলের বিপক্ষে।
প্রতিটি দল একে অপরের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে। এর আগে গতকাল (শুক্রবার) জামালরা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার আগে সৌজন্য সাক্ষাৎ করেছেন টিম হোটেলে গিয়ে। শক্তি এবং অভিজ্ঞতার বিচারে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে বাংলাদেশের চেয়ে।
তবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা খেলাই লক্ষ্য বাংলাদেশের। চাপমুক্ত হয়ে খেলতে চান বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়া। আগামী ১৬ই নভেম্বর মেলবোর্নে হবে খেলাটি।