২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৪০
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৪০

মেসির জন্য প্রয়োজনে ১০ নম্বর জার্সি ছেড়ে দেবেন নেইমার

বার্সেলোনা ছাড়ার পর মেসির সঙ্গে আবারও জুটি বাধার অনেক স্বপ্ন দেখেছিলেন নেইমার। প্রয়োজনে পিএসজি ছেড়ে বার্সায় আবারও যেতে চেয়েছিলেন তিনি। মেসির দাবির মুখে বার্সাও চেষ্টা করেছিলো নেইমারকে ফিরিয়ে আনতে। কিন্তু সম্ভব হয়নি সেই ‘আর্থিক’ অবস্থার কারণে। যে আর্থিক অবস্থার কারণে মেসিকে সুযোগ পেয়েও ধরে রাখতে পারলো না বার্সা।

অবশেষে ২১ বছরের পথচলা শেষ হয়ে গেলো। বার্সা আনুষ্ঠানিকভাবে ঘোষাণা দিলো, তাদের সঙ্গে মেসির আর কোনো সম্পর্ক নাই। সুতরাং, মেসিও সুযোগটা পেয়ে গেলেন সাবেক সতীর্থ এবং সবচেয়ে সেরা বন্ধু নেইমারের সঙ্গে জুটি বাধার।

কিন্তু মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির কী হবে? পিএসজিতে তো ১০ নম্বর জার্সিটা নেইমারের। মেসি ১০ নম্বর জার্সিছাড়া খেলবেন, তা তো কল্পনারও বাইরে। তবে, সমস্যার সমাধানে এগিয়ে এলেন সেই বন্ধুই। খোদ নেইমারই প্রস্তাব দিলেন, প্রয়োজনে মেসির জন্য তিনি ১০ নম্বর জার্সিটা ছেড়েও দিতে রাজি আছেন। তবে সে জন্য তো পিএসজিতেই আসতে হবে মেসিকে।

৫ আগস্ট, বৃহস্পতিবার মেসির বার্সা ছাড়ার খবর প্রকাশের পর থেকেই বিশ্ব ফুটবলের ভাবনায় তার পরবর্তী গন্তব্য নিয়ে। সকলেই জানার চেষ্টা করছেন মেসি এরপরে কোথায় যাবেন? মেসির বার্সা ছাড়ার খবের অনেক হৃদয় ভেঙে গেলেও, এই খবরে বেশ খুশি হয়েছেন নেইমারই।

মুখে কিছু না বললেও পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড একটি পোস্টে তার প্রতিক্রিয়া দিয়ে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন। মেসির বার্সেলোনা ছাড়ার পরে ব্রাজিলিয়ান গণমাধ্যম টিএনটি স্পোর্টস একটি ছবি তাদের ইনস্টাগ্রামে পোস্ট করে যেখানে দেখা যাচ্ছে, নেইমার মেসিকে জড়িয়ে ধরছেন এবং দুজনেরই গায়ে পিএসজির জার্সি রয়েছে। সেই ছবিতে লাইক করেছেন নেইমার।

Facebook
Twitter
LinkedIn