Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:২৪

মেসির জোড়া গোলে মিয়ামির সহজ জয়

 লিওনেল মেসির জাদুতে যুক্তরাষ্ট্রের মেজর কাপ ফুটবলে বড় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। মঙ্গলবার রাতে মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে দলটি।

প্রথম ম্যাচে বদলি হিসেবে নামলেও গতরাতে মিয়ামির শুরুর একাদশেই ছিলেন মেসি। অধিনায়কের আর্মব্যান্ড হাতে নেমে মাত্র অষ্টম মিনিটেই দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা। যদিও সার্জিও বুসকেটসের বাড়ানো বলে তার নেওয়া প্রথম শটে ফিরে আসে বারে লেগে। তবে ফিরতি শটে জালে জড়াতে ভুল করেননি তিনি।

খেলার ২২ মিনিটে আবারও মেসি জাদু। এবার গোলের যোগানদাতা রবার্ট টেলর। ওয়ান টু ওয়ান পাসে আটলান্টার ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। বিরতির আগে ব্যবধান আরও বাড়ায় মিয়ামি।

এবার লক্ষ্যভেদ করেন টেলর। আর বলের যোগানদাতা ছিলেন মেসি। বিরতির পর ৫৩ মিনিটে আবারও লক্ষ্যভেদ করেন টেলর। বড় ব্যবধানে এগিয়ে থাকায় ৭৮তম মিনিটে মেসিকে তুলে নেন কোচ।

গ্রুপের দুটি ম্যাচ খেলে সবগুলো জিতে পরের ধাপে উঠেছে মিয়ামি। আগামী ২১শে আগস্ট তারা এমএলএসের প্রথম ম্যাচ খেলবে শার্লটের বিপক্ষে।

Facebook
Twitter
LinkedIn