২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৩৩
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৩৩

মেসির হাতে উঠলো সপ্তম ব্যালন ডি’অর

সোমবার রাতে প্যারিসের থিয়েখ দু শাতেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হলো ২০২১ সালের ব্যালন ডি অর শিরোপা জয়ী খেলোয়াড়ের নাম। সব জল্পনা-কল্পনা দূর করে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির হাতেই উঠেছে ব্যালন ডি অর শিরোপা। সপ্তমবারের মতো এই ট্রফি জিতলেন মেসি!

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেওয়া বছরের সেরা খেলোয়াড়ের এ পুরস্কার জয়ের লড়াইয়ে মেসির সঙ্গে ছিলেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি ও চেলসির তারকা মিডফিল্ডার জর্জিনহো। শেষ পর্যন্ত ভোটাভুটিতে তাদের পেছনে ফেলে ব্যালন ডি অরের সপ্তম স্বর্গে উঠে গেছেন মেসি।

সাংবাদিক ও বিশেষজ্ঞদের ভোটে মেসি পেছনে ফেলেছেন রবার্ট লেওয়ানডস্কি, কাইলিয়ান এমবাপে, করিম বেনজেমা, ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা জর্জিনহোর মতো তারকাকে। যার সুবাদে চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার ব্যবধান আরও বাড়লো। পর্তুগিজ তারকা জিতেছেন ৫টি ব্যালন ডি অর।

এবারের ব্যালন জেতার পর মেসি নিজ দেশকে এনে দিয়েছিলেন কোপা আমেরিকা শিরোপা। যেখানে সর্বোচ্চ গোল (৪), সর্বোচ্চ এসিস্ট (৫), সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মেসিই। এছাড়া বার্সেলোনার হয়ে লা লিগায় সর্বোচ্চ গোল এবং কোপা দেল রে শিরোপাও জিতেছিলেন তিনি।

চলতি বছরের আগে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার ব্যালন জিতেছেন মেসি। এ কৃতিত্ব নেই বিশ্বের আর কোনো ফুটবলারের। এছাড়া ২০১৫ ও ২০১৯ সালের সেরা খেতাবও উঠেছে তার হাতে।

এবারের ব্যালন ডি অরে দ্বিতীয় হয়েছেন পোলিশ তারকা লেওয়ানডস্কি। ‍তৃতীয় চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো। চতুর্থ ও পঞ্চম ফ্রান্সের দুই তারকা করিম বেনজেমা ও এনগোলা কান্তে।

তবে একটি জায়গায় সান্ত্বনা খুঁজে নিতে পারেন লেওয়ানডস্কি। প্রথমবারের মতো দেওয়া সেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন তিনি।

স্পেন ও বার্সেলোর মিডফিল্ডার পেদ্রি জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মার হাতে উঠেছে সেরা গোলরক্ষকের লেভ ইয়াসিন ট্রফি।

নারী ফুটবলারদের মধ্যে ব্যালন ডি’অর জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আলেকজিয়া পিউতেলাস।

Facebook
Twitter
LinkedIn