২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:২৪
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:২৪

মোস্তাফিজের বোলিং তোপে চেন্নাইয়ের বড় জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল টি-টোয়েন্টির ১৭তম আসরের উদ্বোধনী খেলায় মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মোস্তাফিজুর রহমান। 

শুক্রবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি। ঝড়ো শুরু করলেও পঞ্চম ওভারে বোলিংয়ে এসে সব হিসেব পাল্টে দেন মোস্তাফিজ। তাঁর প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। প্রথম শিকার বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। এরপর রজত পাতিদারকে উইকেটের পেছনে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানান তিনি।

এরপর ১২তম ওভারে বোলিংয়ে এসে ফেরান বিরাট কোহলি আর ক্যামেরুন গ্রিনকে। শেষ পর্যন্ত ৪ ওভার বল করে ২৯ রানে নেন চার উইকেট। ব্যাঙ্গালুরু ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৭৩ রান। 

জবাবে রুতুরাজের সঙ্গে ওপেন করতে নামে আরেক কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র। আইপিএলে নিজের প্রথম ম্যাচেই নজর কাড়েন এই বাঁহাতি ব্যাটার। দ্রুত রান তুলছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার। চেন্নাইকে প্রথম ধাক্কা দেন বেঙ্গালুরুর ইমপ্যাক্ট প্লেয়ার যশ দয়াল। ১৫ রানের মাথায় রুতুরাজকে ফেরান তিনি।

তবে এরপর রাচিন রব্রীন্দ্রর ৩৭, আজিঙ্কা রাহানের ২৭, শিবম দুবের ৩৪ ও রবীন্দ্র জাদেজার ২৫ রানের ইনিংসে ভর করে ১৮ ওভার ৪ বলে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় চেন্নাই।

Facebook
Twitter
LinkedIn