পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের দেওয়া ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার ফিফটিতে ৮ উইকেটের জয় পায় সফরকারীরা। ৪৮ বলে ৭০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ব্রায়ান বেনেট।
ম্যাচ জেতানো এই ইনিংস নিজের মাকে উৎসর্গ করেছেন এই ব্যাটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন বেনেট। নিজের ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের পারফরম্যান্সে আমি খুবই খুশি। আজ মা দিবস। আমার এই ইনিংস আমার মায়ের জন্য।’