২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৩৪
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৩৪

ম্যাথু হেইডেন এখন পাকিস্তানের কোচ

নতুন চেয়ারম্যানের পর পাকিস্তানের ক্রিকেট পেল নতুন কোচও। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ম্যাথু হেইডেন

বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভারনন ফিল্যান্ডারকে।
পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

বিশ্বকাপের আগে অনেকটা দ্বন্দ্বে পড়ে গিয়েছিল পাকিস্তানের ক্রিকেট। কোচিং স্টাফের অনেক পদ ছিল ফাঁকা। এমনকি পিসিবির চেয়ারম্যান পদও। পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা। গত সপ্তাহে কোচের পদ থেকে সরে দাঁড়ান মিসবাহ উল হক। সরে দাঁড়ান বোলিং কোচের দায়িত্বে থাকা ওয়াকার ইউনুসও। যদিও দুজনের চুক্তি অনুসারে বছরখানেক বাকি ছিল। কিন্তু দলের বাজে পারফরম্যান্সের কারণেই আগেই পদত্যাগ করতে বাধ্য হন তারা।

Facebook
Twitter
LinkedIn