২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:৩৪

যশোরের বাজারপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার গ্রীষ্মকালীন পেঁয়াজ ও আমন ধানের বীজ বিতরণ

– সাঈদ ইবনে হানিফ

যশোরঃ যশোরের বাঘারপাড়ায় ২০২৩-২৪ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার গ্রীষ্মকালীন পেঁয়াজ ও আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। ১৪ই জুন সকাল দশটায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই সার বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রউব মোল্লা, এ সময় সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ করিম খানসহ অন্যান্য কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অফিসার মোঃ রুহুল আমিন বলেন, রুপা আমন ধান উফশি (জাত) আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রায় চৌদ্দশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই সার বীজ বিতরণ করা হচ্ছে। ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা বলেন, বর্ধমান সরকার কৃষি বান্ধব, সরকার সব সময় কৃষক কৃষি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকে। এজন্য সরকার বর্তমানে প্রান্তিক পর্যায়ে কৃষকের উৎপাদিত ফসলের বাজারমূল্যর উপরও বিশেষ নজরদারি রাখছেন।

Facebook
Twitter
LinkedIn