২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:০৮

যশোরে ইয়াবাসহ পাচারকারী আটক

যশোরে দুই হাজার পিচ ইয়াবাসহ অনন্যা ইসলাম (৪২) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে র‌্যাব। 

আজ বুধবার ভারে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক অনন্যা ইসলাম মাগুরার সদর উপজেলার শত্রজিৎপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক  লেফট্যানেন্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাবের একটি দল যশোর মনিহার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় পেট্রোল পাম্পের সামনে একটি বাসে অভিযান চালালে অনন্যা ইসলামের ব্যাগ থেকে দুই হাজার ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

অনন্যা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে যশোরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো বলেও জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn