২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৫৮

যা-ই করি, লোকে কটাক্ষ করবেই: নুসরাত

বিতর্ক আর ট্রল যেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের দৈনন্দিন জীবনের সঙ্গী। নিয়মিত এসব সামলে পথ চলতে হয় তাকে। তাই বলে এগুলো নিয়ে পড়ে থাকেন না তিনি। তবে সময় সময় মুখ খোলেন। নেটিজেনদের ট্রল, বিতর্কের স্পষ্ট জবাব দেন। এবার এই নায়িকা জানালেন, তিনি যা-ই করেন না কেন, লোকে কটাক্ষ করবেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন নুসরাত। সেখানে তাকে দেখে গেছে কালো রঙের স্লিপিং ড্রেসে। এ সময় রোদ চশমাও ছিল চোখে। ভিডিওতে লেখা উঠছিল, ‘যাই করুন না কেন লোকে কিছু না কিছু কটাক্ষ করবেনই।’

এরপরই নুসরাত বলেন, তাহলে কী করা উচিত? ফের ভিডিওতে লেখা ওঠে, ‘সব সময় মনে করবেন, আমি একদম ঠিক কাজ করছি।’

ব্যক্তিগত জীবন নিয়ে ঢের সমালোচিত হন নুসরাত। এর আগে বুধবার (২ অক্টোবর) একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। পিঙ্ক ফ্যাশনে গা ভাসিয়ে দেওয়া সেই ছবিতে তিনি ধরা দেন নো মেকআপ থেকে একেবারে বোল্ড লুকে। তবে ভিডিও দেখে বেজায় রেগে যান নেটিজেনরা। সকলেই একবাক্যে বলে ওঠেন নুসরাত তার আগের লুকেই বেশি সুন্দর ছিলেন।

Facebook
Twitter
LinkedIn