২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৩০

যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিব আল হাসান

স অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আমেরিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেজর ক্রিকেট লিগ ‘এমএলসি’র দ্বিতীয় মৌসুমে দলটির হয়ে খেলবেন সাকিব। 

লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, আইপিএলের কলকাতা নাইট রাইডার্স, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আইএল টি-টোয়েন্টি’র আবুধাবি নাইট রাইডার্স একই ফ্র্যাঞ্চাইজির অধীনে। 

এমএলসির প্রথম মৌসুমে একদমই ভালো করতে পারেনি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। তারা ছিল সবার শেষে।  
এমএলএসের প্লেয়ার্স ড্রাফট গত ২১ মার্চ অনুষ্ঠিত হয়। ছয় দলের স্কোয়াড পূরণ করতে বাড়তি একটি ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ জুন। তার আগেই সাকিবকে দলভুক্ত করে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ৫ জুলাই থেকে মাঠে গড়াবে মেজর ক্রিকেট লিগের দ্বিতীয় আসর। 

Facebook
Twitter
LinkedIn