২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৫২

যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৮ লাখে পৌঁছেছে

করোনাভাইরাসের মহামারীতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আট লাখ মানুষ মারা গেছেন। গতকাল রোববার দেশটি করোনা সংক্রান্ত মৃত্যুর এই মাইলফলক স্পর্শ করে।

যুক্তরাষ্ট্রে আসন্ন শীত মৌসুমে যখন ওমিক্রন ভেরিয়েন্টের সংক্রমণ প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে তখন বার্তা সংস্থা রয়টার্স করোনাভাইরাসে আমেরিকায় মৃত্যুর এ সংখ্যা জানালো।

যুক্তরাষ্ট্রে ২০২০ সালে করোনাভাইরাসে যে পরিমাণে মানুষ মারা গেছেন তার চেয়ে করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট ২০২১ সালে বেশি মানুষ মারা গেছেন। যদিও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং বিনামূল্যে দেয়া হচ্ছে তারপরেও দেশটি

বহু মানুষ এখনো টিকা নেয়ার বিরোধিতা করছে

চলতি বছর শুরু থেকে এ পর্যন্ত সাড়ে চার লাখ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন যার অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর শতকরা ৫৭ ভাগ চলতি বছরেই ঘটেছে। চলতি বছর যে সমস্ত মানুষ করোনায় মারা গেছেন তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেননি।

মাত্র ১১১ দিনে আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ছয় লাখ থেকে সাত লাখে উঠেছে। তারপরের এক লাখ মানুষ মারা গেছেন মাত্র ৭৩ দিনে।

যুক্তরাষ্ট্রের চেয়ে অন্য দেশগুলোতে করোনায় মৃত্যুর হার কমে গেছে। শিল্পোন্নত সাতটি দেশের মধ্যে সবচেয়ে যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাসে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Facebook
Twitter
LinkedIn