২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:২২
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:২২

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজেই হবে ২০২৪ সালের বিশ্বকাপ

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। কিন্তু মার্কিন দেশটি অবকাঠামোর দিক দিয়ে এখনও প্রস্তুত না হওয়ায় গুঞ্জন ছড়িয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ থেকে সরে যাবে বিশ্বকাপ। তার পরিবর্তে ইংল্যান্ডের নাম আসছিল। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ থেকে সরছে না ২০২৪ বিশ্বকাপ। খবর ক্রিকবাজের।

ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজনের বিষয়টিকে নাকচ করে দিয়ে আইসিসির এক কর্মকর্তা বলেছেন, ‘২০২৪ সালের ইভেন্টটি জুনে নির্ধারিত হয়েছে এবং অন্য একটি সম্ভাব্য জায়গা হচ্ছে ইংল্যান্ড। কেউ যদি ইংল্যান্ডের কাউকে জিজ্ঞেস করেন যে তারা ২০২৪ সালে এটি আয়োজন করতে পারবে কিনা। পরিষ্কার উত্তর হচ্ছে তারা পারবে না। এমন সম্ভাবনা দেখা যায়নি। আপনি তাদের পরের বছরের সূচি দেখলেই বুঝতে পারবেন।’

শুধু আইসিসি না, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও তাদের দেশে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নাকচ করে দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরানো হবে- এমন খবরের কোনো ভিত্তি নেই। যেহেতু ইভেন্টটি আইসিসি দ্বারা সংগঠিত, তাই তাদের বক্তব্য অবশ্যই বাধ্যতামূলক এবং চূড়ান্ত হিসেবে নেয়া উচিত।’

ফ্লোরিডা, ডালাস এবং আরও একটি ভেন্যু বিশ্বকাপের জন্য বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং আইসিসির অভ্যন্তরীণ ব্যক্তিরা বলছেন, বিশ্বকাপ আয়োজনের জন্য উদ্ভাবনী কিছু সমাধানের পরিকল্পনা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn